গাইবান্ধার সাঘাটা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বারটার্ন আঞ্চলিক কার্যালয় পীরগঞ্জ রংপুর বাস্তবায়নে ১৫-১৭ নভেম্বর পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এসএএও, শিক্ষক, ইমাম, পুরোহিত, তথ্য আপা, মিডিয়া কর্মী, জনপ্রতিনিধি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মীদের নিয়ে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটানের) খাদ্য ভিত্তিক পুষ্টি, ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে সাঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও সরদার মোস্তফা শাহিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ ছাদেকুল ইসলাম, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার ওয়ালিউর রহমান, সাংবাদিক আসাদ খন্দকার।
