- – সাজ্জাদুজ জামান ইমন, রংপুর প্রতিনিধি।
পীরগঞ্জে একদিনে ৩ টি মোটরসাইকেল চুরি হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৮ টার মধ্যে উপজেলা সদরসহ ৩টি স্থানে মোটরসাইকেল হয়েছে।
জানা গেছে, উপজেলার গুর্জিপাড়া বাজার থেকে বৃহস্পতিবার বেলা ২ টার দিকে বাজাজ ১২৫ সিসি মোটরসাইকেল চুরি যায়। এরপর রাত ৭ টার দিকে খালাশপীর হাট থেকে পালসার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। উপজেলা সদরের প্রজাপাড়া মোড় থেকে বাজাজ ১০০ সিসির একটি মোটরসাইকেল চুরি হয়। গত ৭ নভেম্বর বিকেল ৫টায় পীরগঞ্জ পৌরসভার ধনশালা গ্রাম থেকে সহকারী অধ্যাপক গোলাম কবিরের বাসার সামনে থেকে বাজাজ ১২৫ সিসি মোটরসাইকেলের তালা ভেঙে নিয়ে যায় চোর। এ নিয়ে মোটরসাইকেল মালিকদের মাঝে আতংক বিরাজ করছে। ফলে সন্ধ্যার পর মোটরসাইকেল চলাচল কমে গেছে। ওইসব ঘটনায় থানায় অভিযোগ কম করা হচ্ছে। মোটরসাইকেল টাকার বিনিময়ে ফিরে পেতে কেউ কেউ সংঘবদ্ধ চক্রের সাথে যোগাযোগের চেষ্টা করছেন বলে জানা গেছে।
এ ছাড়াও বৃহস্পতিবার ভোররাতে পীরগঞ্জ পৌরসভার পচাকান্দর গ্রামের দরিদ্র কৃষক বাচ্চু মিয়ার গোয়ালঘর থেকে দেড় লক্ষ টাকা মূল্যের দুটি হালের বলদ চুরি হয়েছে। যে কারনে পীরগঞ্জের সর্বত্র এখন চুরির আতংক বিরাজ করছে।
পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, চুরির ঘটনায় যেসব মামলা, অভিযোগ আসছে, সেগুলোর ব্যাপারে তারা তদন্ত করছে। কোন কোন ক্ষেত্রে সিসি ক্যামেরা মাধ্যমে চোর কে খোঁজা হচ্ছে।
