জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির রংপুর জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে জেএসডির রংপুর জেলা শাখার সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড. ছানোয়ার হোসেন তালুকদার।
এসময় বক্তব্য রাখেন- জেলার সাধারণ সম্পাদক ডা: আ: সাদেক, মহানগরের সভাপতি সাদেকুর রহমান সাদেক, সাধারণ সম্পাদক এবিএম মশিউর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংসদ বিলুপ্ত করে, সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকার গঠন করতে হবে। তার মাধ্যমে নির্বাচন দিতে হবে। পরে আমিন উদ্দিন বিএসসিকে জেলার সভাপতি ও ডা: সাদেককে সাধারণ সম্পাদক এবং সাদেকুর রহমানকে মহানগরের সভাপতি ও একরিম মুশিউর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
