রংপুরে নারী ও শিশু কন্যার প্রতি সংহিংসতা ও সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে রংপুর সাহিত্য পরিষদ হল রুমে শনিবার (১৯ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি হাসনা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নূরুন নাহার বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুম্মানা জামান, গুড হেলথ ক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক, ডাঃ সৈয়দ মামুনুর রহমান,সাংস্কৃতিক কর্মী ডাঃ মাফিজুল ইসলাম মান্টু, বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক, শারমিন আক্তার , আন্দোলন সম্পাদক, ফারজানা সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফছানা মনি। সভাপতি, জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরাম অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, লিগ্যাল এইড সম্পাদক রিতা সরকার, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক, মেহেদী হাসান, নির্বাহী পরিচালক, সিড, সারথি রানী সাহা, নারী নেত্রী বিলকিছ আক্তার, বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য মাহাবুবা আক্তার । এ সময় বক্তার শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।
