রংপুর:
রংপুর নগরীর মডার্নমোড়ে আগুন লেগে ৮ টি দোকান ২টি হোটেল ও মোটর মালিক সমিতির অফিস ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ২ টি হোটেল,কনফেকশনারী,মুদি,মাইক,ও টেলিকমের দোকান রয়েছে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ না করলেও দোকানের মালিকেরা দাবি করেছেন, আগুনে আনুমানিক কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী তোতা মিয়া জানান, ১১ টার দিকে আজাদ হোটেলের পাশের ছোট একটি দোকানে আগুন লাগে। স্থানীয়রা নেভানোর জন্য এগিয়ে আসলে তালা ঝুলানো দেখে তালা ভাঙার চেষ্টা করতে করতেই মুহুর্তেই দাউদাউ করে জ্বলে উঠে আগুন । দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। পরে ফায়ার সার্ভিসে খবর দেন তারা।
মোক্তারুল ইসলাম বাবু নামের আরেকজন জানান, যে দোকান থেকে আগুনের সূত্রপাত সে দোকানের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি ছিল। আগুন মূহুর্তের মধ্যে আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে ।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসুদ আলম জানান , খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু পানি শেষ হবার কারনে নেভানোর কাজ সাময়িক বন্ধ হওয়ায় পরে পার্শ্ববর্তী পুকুরে পাম্প লাগিয়ে প্রায় এক ঘন্টার অভিযানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে গেছে তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানানো হবে।
