রোটারি ক্লাব অব রংপুর সিনার্জির উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এতে চক্ষু, দন্ত, গাইনিসহ বিভিন্ন রোগের ৬ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেয়া হয়।

এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রপ পরীক্ষা করানো হয়। সকালে রোটারি ক্লাব অব রংপুর সিনার্জি’র প্রেসিডেন্ট শাহনাজ বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের চার্টাড প্রেসিডেন্ট শাহজাহান কবির একেএস, রোটারিয়ান ডাঃ সমর্পিতা ঘোষ তানিয়া, ডাঃ দেলোয়ার হোসেন, ডাঃ মুশফিকুর রহমান, অ্যাড. শিরীন আক্তার, মোঃ শফিকুল ইসলাম, মেহবুবা ফেরদৌস, মাহবুব আলম খান, সুলতানা রহমান, কামরুল ভরসা, পপি পারভীনসহ রোটারি ক্লাব অব রংপুর সিনার্জির কর্মকর্তারা।
স্বাস্থ্যসেবা ক্যাম্পে আসা চক্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসাসহ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
