৪৫ হাজার নিয়োগের কথা বলে পদসংখ্যা কমানোর সিদ্ধান্ত বাতিল চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন চাকরিপ্রত্যাশীরা।
রোববার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে দুই দফা দাবি জানান চাকরিপ্রত্যাশীরা। তাদের দাবিগুলো হলো- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দিতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের দুই দফা দাবি না মানলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রত্যাশী আন্দোলনকারীরা।
