28.5 C
Rangpur City
Sunday, April 2, 2023

নামী দামী ব্র্যান্ডের নকল খাবার বানানোর অপরাধে কারখানা সিলগালা করে জরিমানা

-- বিজ্ঞাপন --

গাইবান্ধার একটি কারখানায় বিভিন্ন নামী ব্র্যান্ডের নকল পণ্য ও মুখরোচক শিশু খাদ্য তৈরি হতো। এ ঘটনায় কারখানাটি সিলগালা করে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে শহরের কুঠিপাড়ায় সুজন মিয়ার বাড়িতে নিউ বিসমিল্লাহ ফুডস নামের ওই কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুস সালাম। তিনি বলেন, গাইবান্ধা শহরের কুঠিপাড়ায় সুজন মিয়া নামের এক ব্যক্তি গোপনে তার বাড়িতে নিউ বিসমিল্লাহ ফুডস নামে কারখানা স্থাপন করেন। ওই কারখানার গোপন একটি কক্ষে তিনি স্কয়ার গ্রুপের নকল রাঁধুনী মসলা, প্রাণ কোম্পানির পটেটো চিপস, চানাচুর, কেক ও চকলেটসহ বিভিন্ন মুখরোচক শিশু খাদ্য তৈরি করে বাজারজাত করে আসছিলেন। 

-- বিজ্ঞাপন --

এসব পণ্য তৈরিতে দীর্ঘদিনের ফেলে রাখা ও গন্ধযুক্ত ডালডা, মানহীন সয়াবিন তেল ব্যবহার হতো। খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ওই বাড়িতে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেয়। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া নকল পণ্যগুলো পুড়িয়ে ফেলা হয়।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,587FollowersFollow
931SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles