23.1 C
Rangpur City
Sunday, April 2, 2023

বাবার হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলো এক শিশু

-- বিজ্ঞাপন --

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে বাঁচাতে গিয়ে জাকারিয়া জাকির (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির ওই গ্রামের দেলায়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু জাকারিয়া প্রতিদিনের মতো সকালে খাবারের জন্য বাবার কাছে টাকা চায়। ছেলেকে টাকা না দেওয়ার জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাবা দেলোয়ার হোসেন তার স্ত্রী জাকিয়া বেগমকে মারতে শুরু করেন। এ সময় শিশু জাকারিয়া তার বাবাকে বাধা দিতে গেলে বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

-- বিজ্ঞাপন --

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত সরকার বলেন, ঘটনার পর থেকে নিহতের বাবা পলাতক রয়েছেন। শিশুটির মরদেহ তার পরিবার ময়নাতদন্তের জন্য দিতে চায় না। পরিবারের অন্য সদস্যদের খবর পাঠানো হয়েছে। তারা থানায় আসলে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,587FollowersFollow
930SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles