জিংক সমৃদ্ধ ব্রিধান-৬২ উৎপাদন বৃদ্ধির প্রদর্শনী উদযাপন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে, নিতাই মুশরুত পানিয়াল পুকুর ফেডারেশন অফিস প্রাঙ্গণে ৫০জন প্রান্তিক কৃষকদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ এপির, প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বদরুল আলম, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সহিদার রহমানসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ওই সংস্থার প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস জানান, জিংক সমৃদ্ধ ধান চাষ বাড়ানোর লক্ষ্যে উদ্বুদ্ধ করণ বিষয়ক এই মাঠ দিবসের আয়োজন করা হয়। যা এ ধান চাষের মধ্য দিয়ে গর্ভবতী মায়ের জিংকের ঘাটতি পূরণ ও ১৫ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরী খাটো হওয়ার প্রবণতা রোধসহ প্রতিবন্ধী শিশুর শরীরে জিংক ও আয়রনের ঘাটতি পূরণে যথাযথ ভূমিকা পালন করবে।
ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় ২০জন কৃষক ১ বিঘা করে মোট ২০ বিঘা জমিতে প্রদর্শনী প্লট আকারে জিংক সমৃদ্ধ ধান চাষ করেছেন। তাদের বীজ ধান সরবরাহ, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় পরামর্শে আবাদ করা হয়েছিল।
