গুড নেইবারস্ বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলমেন্ট প্রোগ্রাম (সিডিপি) এর উদ্যোগে বুধবার (১৬ নভেম্বর) ম্যাথ মেসট্রো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলা সদরের সংগলশী ইউনিয়নের আটটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ৯৩জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।
গুড নেইবারস্ বাংলাদেশ নীলফামারী সিডিপি ম্যানেজার সুব্রত টুডুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার ম্যনেজার (প্রোগ্রাম) প্রাঞ্জলী মৃ।
গুড নেইবারস্ বাংলাদেশ নীলফামারী সিডিপি ম্যানেজার সুব্রত টুডু বলেন, শিশুদের গণিত ভীতি দুর করা ও গণিত শিক্ষায় গুরুত্ব প্রদানের উদ্যেশ্যে ম্যাথ মেসট্রো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
