রংপুরের গঙ্গাচড়ায় তিন কেজি গাঁজাসহ এনামুল হক (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।
আটক এনামুল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ঘুড়িয়ারকুটি এলাকার ওয়াহেদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান , এনামুল শনিবার (১৯ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলযোগে তিন কেজি গাঁজা নিয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিলো। এসময় গোপন সংবাদে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ উপজেলার ল²ীটারী ইউনিয়নের মহিপুর শেখ হাসিনা সেতু এলাকা থেকে এনামুলকে তিন কেজি গাঁজাসহ আটক করে তার সাথে থাকা একটি পালসার মোটরসাইকেল জব্দ করে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন জানান, আটক এনামুলকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
