গভীর রাতে বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় এনামুল হক (৪০) নামে এক যুবককে আটক করে এলাকাবাসী। পরে ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ বুধবার (১৬ নভেম্বর) সকালে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সারাদিন থানা হেফাজতে থাকার সময়কালে এলাকার মাতব্বরা মোটা অংকের টাকা নিয়ে আপোষ মীমাংসার চেষ্টা চালায়। কিন্তু মেয়েটি বিয়ের দাবিতে অনড় থাকায় দিনশেষে বুধবার সন্ধ্যায় যুবকটিকে অভিভাবকের জিম্মায় রেখে বিয়ের ব্যবস্থা করা হলে চাঞ্চল্যকর ঘটনার সমাপ্তী ঘটে।
জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের বড়লই মিয়াজিপাড়া গ্রামের মৃত: ফজলুল হকের বিধবা মেয়ে ঝর্ণা বেগমের (৪০) সাথে পার্শবর্তী পকিরপাড়া গ্রামের আবু বকরের ছেলে এনামুল হকের দীর্ঘদিন ধরে পরকীয় প্রেম চলছিল। এ অবস্থায় গত সোমবার রাতে এনামুল হক প্রেমিকার সাথে মেলামেশা করতে গেলে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর তাদেরকে আটক করে। পরে যুবককে পুলিশে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুল হক বলেন, আমি উপস্থিত ছিলাম না, তবে শুনেছি ৩ লাখ টাকা দেনমোহরে রাতেই তাদের বিয়ে হয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, ওই নারীর অভিযোগ না থাকায় এবং ছেলে বিয়েতে রাজী হওয়ায় চেয়ারম্যানের উপস্থিতিতে ছেলেকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। পরে রাতেই তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। এখন তারা স্বামী-স্ত্রী।
