দিনাজপুরের বীরগঞ্জে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতে গিয়ে শাহরিয়ার আহম্মেদ হৃদয় (১৮)নামে এক এসএসসি পরীক্ষার্থী বিদ্যুৎস্পৃটে আহত হয়েছে।
শাহরিয়ার আহম্মেদ হৃদয় পৌর শহরের সেন্টার পাড়ার বাসিন্দা মোঃ জাহিদুল ইসলামের ছেলে। সে এবার ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন হতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে পৌর শহরের সেন্টার পাড়ার মঈনুল টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে মঈনুল টাওয়ারে আর্জেটিনার পতাকা টাঙ্গানোর এক পর্যায়ে ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইলে স্পৃষ্ট হয় শাহরিয়ার আহম্মেদ হৃদয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আজাদ জানান, তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে সে আশংকা মুক্ত।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বীরগঞ্জ ডেপুটি জোনাল ম্যানেজার মোঃ মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে সংযোগ বন্ধ করে পতাকার কাপড় সরানো হয়েছে।
