28.5 C
Rangpur City
Sunday, April 2, 2023

দিনাজপুরে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সচেতনতামূলক শোভাযাত্রা

-- বিজ্ঞাপন --

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে দিনাজপুরে সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের আয়োজনে আজ বুধবার এসব কর্মসূচি পালিত হয়েছে। সকালে এ উপলক্ষে নিজ কার্যালয়ের সামনে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম উদ্দীন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন দিনাজপুরে সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরোজ উল্লাহ, ওষুধ ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. আনোয়ার হোসেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম প্রমুখ।

-- বিজ্ঞাপন --

এ সময় হাইকোর্টের আদেশ মোতাবেক রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করার নির্দেশনা মেনে চলার ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়। এমন বিক্রি শাস্তিযোগ্য অপরাধ বলে সভায় জানানো হয়।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,587FollowersFollow
931SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles