দিনাজপুরে ধানখেত থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদরের শেখপুরা ইউনিয়ন পরিষদ ভবনের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা শাহ বলেন, কয়েক দিন ধরে ঘটনাস্থলের পাশের সড়কে ওই ব্যক্তিকে বসে থাকতে দেখেছে এলাকাবাসী। তাঁকে দেখে মনে হয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন। তাই পথচারীরা তাঁকে খাবার ও টাকা-পয়সা দিয়েছে। আজ সকালে ওই ব্যক্তির মরদেহ ধানখেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
গোলাম মাওলা শাহ আরও বলেন, মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না। এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হচ্ছে।
