রংপুরের বদরগঞ্জে ৯মামলার পালাতক আসামী রাফিউল (৩৫) নামে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয়।
রাফিউলের বাড়ি বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায়।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান পলাতক আসামী রাফিউলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নয়টি মামলার মধ্যে প্রতারণার দুই মামলার এক বছর করে দুই বছরের সাজা হয়েছে। সাত মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতার রাফিউলকে গতকাল রাতে ঢাকা থেকে বদরগঞ্জ থানায় নিয়ে আসে। আজ সকালে তাকে রংপুর জেলা হতে পাঠানো হয়েছে।
