চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে মো. হাসান (২০) নামে এক রঙমিস্ত্রি খুন হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে নগরীর চান্দগাঁও থানার পুরাতন কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সিএমপির পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘ছুরিকাঘাতে আহত হাসানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।’
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, ‘চান্দগাঁও থানার পুরাতন কালুরঘাট এলাকায় রঙমিস্ত্রি হাসানের সঙ্গে তার বন্ধু মিল্লাতের (২২) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিল্লাত ছুরিকাঘাতে হাসানকে গুরুতর জখম করেন। আহত হাসানকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর অভিযান চালিয়ে মিল্লাতকে আটক করা হয়। তার কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়েছে। তবে কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে তা জানা যায়নি।’
পুলিশ জানায়, নিহত হাসান পুরাতন কালুরঘাটের শামসুল আলমের ভাড়া বাসায় বসবাস করতেন। মিল্লাতও একই মালিকের পৃথক বাসায় থাকতেন। তারা দুজন পুরাতন কালুরঘাট এলাকায় ডকইয়ার্ডে রঙমিস্ত্রির কাজ করতেন।
