গাইবান্ধা সরকারি মহিলা কলেজ মূল শহরের ভিতরে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌর শহিদ মিনার চত্বরে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা সমন্বয় কমিটি এ অবস্থান কর্মসূচির আয়োজন করে করে।
বক্তারা বলেন, শিক্ষার্থী-অভিভাবক ও বিশিষ্টজনের মতামতের তোয়াক্কা না করে জেলা প্রশাসক একতরফাভাবে শহর থেকে দূরে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ স্থানান্তরের প্রস্তাব পাঠিয়েছে যা অত্যন্ত দু:খজনক। অথচ শহরের অভ্যন্তরেই অনেক পরিত্যাক্ত জায়গা আছে, যেখানে মহিলা কলেজ স্থানান্তর করা যায়। তারা অবিলম্বে এ প্রস্তাব প্রত্যাহার করে মুল শহরের অভ্যন্তরে যে কোন একটি স্থানে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ স্থানান্তরের দাবি জানান।
Leave a Reply