রেলস্টেশন থেকে ট্রেন ছেড়ে গেছে। সিগনাল পার হওয়ার পর হঠাৎ থেমে যায় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন। হঠাৎ করে ব্রেক করায় ঝাঁকুনিতে আঁতকে ওঠেন যাত্রীরা।
রোববার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গাইবান্ধা স্টেশনসংলগ্ন সিগনালের সামনে এ ঘটনা ঘটে। পরে মিনিট পাঁচেক দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি পরবর্তী স্টেশন বোনারপাড়ার উদ্দেশে ছেড়ে যায়। ইঞ্জিন বিকল হয়ে ট্রেন বন্ধ হয়েছে, এমন কানাঘুষা করতে থাকেন যাত্রীরা। পরে বিষয়টি জানান, পশ্চিমাঞ্চল রেলের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট শহিদুল ইসলাম। তিনি জানান, গাইবান্ধা রেলস্টেশনে শিশুসহ এক নারী যাত্রীকে ছেড়ে ট্রেনটি চলতে শুরু করে। কিছুদূর যাওয়ার পর খবর পেয়ে ট্রেনটি থামিয়ে ওই যাত্রীকে তুলে নিয়ে ট্রেনটি আবারো যাত্রা করে।
প্রত্যক্ষদর্শী সাইফুল মিলন বলেন, একসঙ্গে কয়েকজন যাত্রী ঢাকা যাওয়ার জন্য গাইবান্ধা রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিল। ট্রেন এলে তাদের প্রত্যেকে ট্রেনে উঠলেও শিশুসহ এক নারী উঠতে পারেনি। ট্রেন ছেড়ে যাওয়ার পর শেকল টানলে ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ওই যাত্রী টেনে উঠে।
Leave a Reply