দিনাজপুর পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় এক প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর পৌরসভা নির্বাচনে আচরণ বিধিমালা লঙ্ঘন করায় এক কাউন্সিলর প্রার্থীর প্রচারণা ক্যাম্পে ১৫ হাজার টাকা জরিমানা করেছে দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ শনিবার সন্ধ্যায় দিনাজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের উটপাখি মার্কার একটি প্রচারণা ক্যাম্পে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করার দায়ে এই জরিমানা করা হয়েছে বলে জানা যায়।
দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমদাদুল হক শরীফ ও এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর নেতৃত্বে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আচরণ বিধিমালা লঙ্ঘন করার দায়ে ওই প্রার্থীর প্রচারণা ক্যাম্পে জরিমানা করা হয়েছে বলে জানা যায়।
জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমদাদুল হক শরীফ জানান, দিনাজপুর পৌরসভা এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিদ্যুতের সাহায্যে আলোকসজ্জা করে পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৫ এর ১৬ (গ) ধারা লঙ্ঘনের অপরাধে একজন প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীকে ১৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এরকম অভিযান অভ্যাহত থাকবে বলেও জানান তিনি।’
Leave a Reply