হনুমান। বনে-বাদাড়ে ঘুরে বেড়ানো এই প্রাণীর সঙ্গে খুব একটা পরিচিত নয় উত্তরের জেলা গাইবান্ধার মানুষ। চিড়িয়াখানায় যাদের পা পড়েছে তারা বাদে বাকিদের পাঠ্যবইয়ে কিংবা পত্রপত্রিকা-টেলিভিশনের পর্দায় প্রাণীটির সাথে পরিচয় ঘটলেও সামনাসামনি হনুমানের সাথে দেখা করার সুযোগ হয়নি তাদের।
কিন্তু হনুমান নিজেই যখন লোকালয়ে ঢুকে পড়ল, তখন প্রহার ছাড়া আর ভালোবাসা জোটেনি এই প্রাণীটির কপালে। নির্দয় মানুষের বেদম প্রহারে শেষ পর্যন্ত পৃথিবী ছাড়া হতে হলো অবলা প্রাণীটিকে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদরের মালীবাড়ী গ্রামে।
স্থানীয়রা জানায়, শুক্রবার (৮ জানুয়ারি) সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠবাজার এলাকায় গাছের ডালে ডালে ঘুরতে দেখা যায় প্রাণবন্ত হনুমানটিকে। শিশু কিশোরদের ধাওয়ায় সন্ধ্যা পর্যন্ত বারবার স্থান পরিবর্তন করতে থাকে হনুমানটি। অবলা প্রাণীটির প্রতি অত্যাচার ক্রমেই বাড়তে থাকে। শেষ পর্যন্ত শনিবার (৯ জানুয়ারি) দুপুরে পার্শ্ববর্তী লক্ষিপুর ইউনিয়নের মৌজা মালীবাড়ী গ্রামের একটি বেগুন ক্ষেতে আশ্রয় নেয়। কাহিল হয়ে পড়া হনুমানটি কারো কোনো ক্ষতি না করলেও প্রাণীটির মৃত্যুর কারণ হলো দুরন্ত শৈশব।
গ্রামের শিশু কিশোরদের পিটুনিতে মারাত্মক আহত হয় হনুমানটি। তারপর গ্রামবাসীর নজরে পড়লে পশু চিকিৎসক ডেকে আনা হয়। ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রাণীটি। শেষ পর্যন্ত অবলা প্রাণীটির প্রতি স্থানীয়রা ভালোবাসা আর সহমর্মিতা দেখালেও চিরতরে নিভে যায় হনুমানটির জীবন প্রদীপ। থেমে যায় প্রাণীটির চঞ্চলতা।
ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী কোনো জেলা থেকে হনুমানটি পণ্যবাহী ট্রাকে চেপে গাইবান্ধায় (লোকালয়ে) ঢুকে পড়ে।
Leave a Reply