রংপুর সিটি করপোরেশনে (রসিক) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মুজিববর্ষ মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ১০ জানুয়ারি দুপুর ১২টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়।
রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত হবে জাঁকজমকপূর্ণ এই ক্রিকেট টুর্নামেন্ট। এতে রংপুর জেলা প্রশাসনের একটি ও সিটি করপোরেশনের ৭টি দল মোট ৮টি দল অংশগ্রহণ করবে।
১০ জানুয়ারি (রবিবার) টুর্নামেন্টে প্রথম খেলায় দুপুর ১টায় লড়বে সালাউদ্দিন পাপ্পুর বেগম রোকেয়া পাইওনিয়রস বনাম আলাদ্দিন বাবুর ঘাঘট গ্ল্যাডিয়েটর।
আটটি দলে জাতীয় ক্রিকেট দলের একসময়ের তারকা খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করছে। তাদেরকে আইকন খেলোয়াড় হিসেবে রেখে দল গোছানোর পাশাপাশি প্লেয়ার ড্রাফট সম্পন্ন করা হয়েছে।
রংপুরে এই প্রথম মেয়র কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা রংপুরের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে উৎসাহিত করবে। এরমধ্য দিয়ে রংপুর অঞ্চলে বিশ্বমানের ক্রিকেটার তৈরি হবে।
এই টুর্নামেন্টে হাঁড়িভাঙ্গা কার্টার্স, তিস্তা থানডার্স, ঘাঘট গ্লাডিয়েটর্স, শ্যামাসুন্দরী দ্যা বিউটি, তাজহাট ওয়ারিয়র্স, কেডি ক্যানেল ফাইটার্স, বেগম রোকেয়া পাইওনিয়ার এবং চিকলি চ্যালেঞ্জারস নামে আটটি দল অংশ নিচ্ছেন। এরমধ্যে হাঁড়িভাঙ্গায় রয়েছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তারকা আকবর আলী, তিস্তায় সাজেদুল, ঘাঘটে আলাউদ্দিন বাবু, শ্যামাসুন্দরীতে আরিফুল হক, তাজহাটে রুবেনো, কেডি ক্যানেলে সোহরাওয়ার্দী শুভ, বেগম রোকেয়ায় পাপ্পু এবং চিকলিতে নাসির হোসেন।
এছাড়া রংপুরের ক্রিকেট পাড়ার বিভিন্ন খেলোয়াড় এবারের এই আয়োজনে দল পেয়েছেন। ভিন্ন ভিন্ন নামে গোছানো এই দলগুলো যেমন রংপুরের পরিচিতি বাড়াবে। তেমনি ভালো মানের খেলোয়াড় তৈরিতে সুনাম অর্জন করবে বলে আশা করেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
প্রতিদিন সকাল ৯টা থেকে খেলা শুরু হবে। একদিনে দুটি করে খেলায় চারটি দল একে অপরের সাথে ব্যাট বলের যুদ্ধে লড়বে। আগামী ১৭ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply