দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ ছুঁয়েছে। শনাক্তের সংখ্যা অতিক্রম করেছে সাড়ে ৪ হাজার ।
জেলায় যে পরিমাণে মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তার এক তৃতীয়াংশের বেশি মারা গেছেন শুধুমাত্র সদর উপজেলায়। সদরে মোট ৪১ জনের মৃত্যু হয়েছে। জেলার ঘোড়াঘাট উপজেলায় কেবল করোনায় মৃত্যুর ঘটনা ঘটেনি।
দিনাজপুর জেলার সিভিল সার্জন ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. আব্দুল কুদ্দুছ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখন পর্যন্ত (শুক্রবার) যারা মারা গেছেন তাদের মধ্যে একজন চিকিৎসক, দু’জন নার্স, একজন মুক্তিযোদ্ধা ও একজন পুলিশ সদস্য রয়েছে। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৪৪ জন।
দিনাজপুর জেলার সিভিল কার্যালয় সূত্রে জানা যায়, দিনাজপুরে প্রথম করোনা শনাক্ত হয় ১৪ এপ্রিল। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৪৪ জন। সুস্থ হয়েছে ৪ হাজার ৩২৩ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন, এর মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬ জন। আর হোম আইসোলেশনে রয়েছেন ১১৫ জন।
Leave a Reply