শপথ গ্রহণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
শুক্রবার (০৮ জানুয়ারি) সকালে তিনি পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি নির্মল কুমার মিত্র, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সমাজসেবক রোস্তম আলী সরকারসহ কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; গতকাল বৃহস্পতিবার (০৭ জানুয়ারী) বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন পলাশবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
Leave a Reply