সারাদেশে ৩য় ধাপের ৬৪ পৌরসভার মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের সময় ছিলো আজ। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনের সকল প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এতে মোট ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর,৫২ জন কাউন্সিলর এবং, ৩জন মেয়র পদে অংশগ্রহণ করেন। যাচাই-বাছাইয়ে ২ জন কাউন্সিলরের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা।
রবিবার(৩রা জানুয়ারী) সকাল ১১ টায় শুরু হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে যাচাই-বাছাই কার্যক্রম চলে বিকেল ৩ টা পর্যন্ত। এতে পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিল পদে এবং ৩জন মেয়র পদে মনোনয়ন জমা দিলে সবার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। কিন্তু কাউন্সিলর পদে ৭ নং ওয়ার্ডের প্রার্থী সাইফুল ইসলাম এবং ৮ নং ওয়ার্ডের প্রার্থী আবু তালেব সরকার ঋণ খেলাপী জটিলতায় মনোনয়ন বাতিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা।
তবে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বাতিল হওয়া প্রার্থীরা চাইলে আগামী ৩ দিনের মধ্যে জেলা প্রশাসকের নিকট আপিল করতে পারবেন।
উল্লেখ্য, ৩য় ধাপের পৌরসভা নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১০ জানুয়ারী, প্রতীক বরাদ্দ ১১ জানুয়ারি এবং আগামী ৩০ জানুয়ারী ভোট গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
Leave a Reply