কুড়িগ্রাম জেলার উলিপুর থানায় এবং কুড়িগ্রাম সদর থানার কাঁঠালবাড়ী ইউনিয়নে “ব্লাড ব্যাংক কুড়িগ্রাম” কর্তৃক আয়োজিত দুই-দিন ব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
আয়োজনটি দুইদিনে সফল করা হয়।বৃহস্পতিবারে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের একটি মাদ্রাসায় ৭১টি কম্বল এবং আজ শনিবার কাঁঠালবাড়ী এলাকায় ১৯টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়।
আয়োজনে অসহায়,এতিম ও গরিব হাফেজি মাদ্রাসা পড়ুয়া ছাত্র এবং কাঠালবাড়ি এলাকার কিছু অসহায় মানুষের মাঝে একটি করে কম্বল বিতরন করা হয়।
সুবিধাভোগী একজন জানায়,’এই শীতোত একান কম্বল পায়া কি যে উপকার হইলো বাহে।সবার জন্য দোয়া করলোং’
“ব্লাড ব্যাংক কুড়িগ্রাম”এর সদস্য হোসেন আলী জানায়, এই রকম কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে।যারা এই কাজে সাহায্য করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই।আমাদের আরও কার্যক্রম হাতে নেয়ার কথা সবার দোয়া ও সহোযোগীতা কামনা করছি।
Leave a Reply