লালমনিরহাটে বাসের ধাক্কায় জয়নাল আবেদীন (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং নিয়ন্ত্রণহীন হয়ে দোকানে ঢুকলে আহত হন দুই ব্যবসায়ী।
রবিবার(২৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের তেঁতুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
দূর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী একই উপজেলার বৈরাগী কুমার এলাকার আহমেদ আলীর ছেলে।
পুলিশ জানায়,আজ সকালে মোটরসাইকেলে করে কুড়িগ্রাম যাওয়ার পথে তেঁতুলতলা এলাকার মহাসড়কে পেছন দিক থেকে ঢাকাগামী হানিফ পরিবহন ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন জয়নাল আবেদীন।এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক পাশ্ববর্তী একটি দোকানে ঢুকে পড়লে দুইজন ব্যবসায়ী নুর জামাল ও তার স্ত্রী নুর নাহার আহত হন।এরপর আহত অবস্থায় দুজনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহত মোটরসাইকেল আরোহীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুই আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘাতক বাস কে আটক করা হয়েছে।
Leave a Reply