ভারতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত চিলাহাটি হলদিবাড়ির মধ্যে নতুন সংযোগ রেলপথ পরিদর্শন করলেন।
গতকাল মঙ্গলবার ভারতের পশ্চিম বঙ্গের কুচবিহার জেলার হলদিবাড়ি থেকে রেলের টলি যোগে বাংলাদেশের সীমান্ত ডাঙ্গা পাড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন ভারতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত মোঃ ইমরান খান ও তার স্ত্রী। তিনি সীমান্ত থেকে ৬.৭০ কি.মি রেলের ইঞ্জিন চালিত ট্রাঙ্কে চিলাহাটি রেল ষ্টেশনে নেমে বাংলাদেশ ভারত রেল সংযোগ কাজ পরিদর্শন করলেন। তিনি রেলের অবকাঠামো রেলপথসহ অন্যান্য কায্যকর্ম পরিদর্শন করে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলে সান্তেষ প্রকাশ করে। তিনি সাংবাদিকের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাতে বলেন যে, অবকাঠামোসহ নানা কায্যকর্ম উন্নয়ন ঘটেছে আমি চিলাহাটি ও হলদিবাড়ি পরিদর্শন করে সবকিছু অবলোকন করলাম ইতিমধ্যে বাংলাবান্ধা পরিদর্শন করেছি আগামীকাল বুড়িমারি পরিদর্শন করবো এবং বিস্তারিত তথ্য ভারতীয় কৃতপক্ষকে জানাবো। পরবর্তীতে দুই প্রধান মন্ত্রী আলোচনা ভিত্তিতে মালবাহী গাড়ী চলাচলের দিন তারিখ ধায্য করবেন। এই রেল পথ চালু হইলে ভারত বাংলাদেশ উভয় দেশে ব্যবসা বানিজ্য প্রসার লাভ করবে এবং দুই দেশে মানুষ সুফল ভোগ করবে তাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে। এই সময় তার সাথে ছিলেন নীলফামারী জেলা প্রসাশক হাফিজুর রহমান চৌধরী,৫৬ বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মায়মুনুল হক,রেলের পশ্চিম জনের পিডি আব্দুল রহিম,টিআইসি শান্তাহার,এএসপি সার্কেল নীলফামারী এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স এর চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন। তিনি পরিদর্শন শেষে বিকালে আবার ভারতের হলদিবাড়িতে ফিরে যান।
Leave a Reply