দেশব্যাপী করোনা ভাইরাস রোগের সংক্রমন মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার প্রতিরোধকল্পে দারিদ্র পিরিত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের উচ্চ পুষ্টিমান সম্পন্ন বিস্কুট রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শিক্ষার্থীদের বাড়ি গিয়ে শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়ার উদ্বোধন করা হয়েছে। রবিবার(২৯ নভেম্বর) দক্ষিণ কোলকোন্দ মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর বাড়ি গিয়ে শিক্ষার্থীর হাতে অক্টোবর-ডিসেম্বর মাসের বিস্কুট পৌঁছে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার শফিকুল আলম।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন, ইএসডিও’র স্কুল ফিটিং প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শাহিন, টিম লিডার মাহফুজুল হাফিজ উপস্থিত ছিলেন। উপজেলার ১৮০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ হাজার ১৫২ শিক্ষার্থীর জন্য বরাদ্দকৃত ১৬ হাজার ৬৬৩ কার্টুন বিস্কুট ধারাবাহিকভাবে অক্টোবর-ডিসেম্বর মাসের ৪৯ প্যাক করে প্রত্যেক শিক্ষার্থীর বাড়ি পৌঁছে দেয়া হবে।
Leave a Reply