দিনাজপুরের ঘোড়াঘাটে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সাইকেল বিতরণ করা হয়েছে।বুধবার (০৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৭ জন শিক্ষার্থীদের এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, রানীগঞ্জ সরকারি বিদ্যালয় ও কলেজের প্রভাষক পরিমল সরকার, সহকারী শিক্ষক মনোঞ্জন মোহন্ত, শিক্ষার্থী, অভিভাবকসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
সূএ :আমাদের প্রতিদিন রংপুর
Excellent read, I just passed this onto a colleague who was doing a little research on that. And he just bought me lunch as I found it for him smile Thus let me rephrase that: Thank you for lunch! “The capacity to care is what gives life its most deepest significance.” by Pablo Casals.