রংপুরসহ আশেপাশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।সোমবার রাত ৯টা ২০ মিনিটে তিন সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্প অনুভূত হয়। এসময় অনেকে ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসেন।
রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ১ । আর উৎপত্তি স্থল ভূটানের ছ্যামছি এলাকায়। ঢাকা থেকে যার দূরত্ব ৪০১ কিলোমিটার।
তিনি আরও বলেন, রংপুুুরের আট জেলাসহ রাজশাহীর কিছু অংশে এ মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
You made various nice points there. I did a search on the issue and found nearly all persons will go along with with your blog.