লালমনিরহাটের কালীগঞ্জে আগুন লেগে তিন পরিবারের ছয়টি ঘর পুড়ে গেছে; যারা একই পরিবারের বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গেগড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে বলে কালীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদের জানান।স্থানীয়দের বরাতে তিনি বলেন, প্রথমে রফিকুল ইসলামের বাড়িতে আগুন লাগে। পরে আগুন দ্রুত তার ছেলে শাহীন ও কোহিনুরের বাড়িতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“কিন্তু ততক্ষণে তিনটি পরিবারের ছয়টি ঘরসহ ধান, চাল, কাপড়, গরু,ছাগল, ৮০ হাজার টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।”বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রফিকুল ইসলাম বলেন, “ভোরের দিকে ঘরে মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কিছুক্ষণের মধ্যে আমার ও দুই ছেলের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।”
সূএ : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
of course like your web-site but you have to take a look at the spelling on several of your posts. Many of them are rife with spelling issues and I in finding it very bothersome to tell the truth then again I’ll surely come back again.