কুড়িগ্রাম সদর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আয়নাল হোসেন (৩০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার( ২১ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় কুড়িগ্রাম-নাগেশ্বরী মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে ।কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) খান মো.শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আয়নাল উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত শরমত আলীর ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাগেশ্বরী থেকে কুড়িগ্রামের দিকে আসা রাইজিং ট্যান্সপোর্ট নামে একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো; ন-১৭৪২৭৩ ) পাটেশ্বরী বাজার এলাকায় আসলে সড়ক পার হতে থাকা নির্মাণ শ্রমিক আয়নালকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আয়নালের মৃত্যু হয় ।স্থানীয়রা গাড়িটির গতিরোধ করলে গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায় ।
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. শাহরিয়ার খান জানান,’ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িটি আটক রয়েছে।’ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
Very nice post and straight to the point. I am not sure if this is in fact the best place to ask but do you people have any ideea where to hire some professional writers? Thanks 🙂