ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার আখানগরে ৭৫ কেজি ওজনের পুরনো কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় আখানগর ইউনিয়নের ভেলারহাট আশ্রায়ন কেন্দ্রের পাশে লেউটি হাড়ি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লেউটি হাড়ি পুকুর খননকাজ শেষে শ্রমিকরা চলে যাওয়ার সময় ওই পুকুর পাড়ে মূর্তিটি পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক রুহিয়া থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, ভেলারহাট সরকারি আশ্রায়ন প্রকল্পের পাশে লেউটি হাড়ি পুকুরে স্কেবেটর দিয়ে পুকুর খনন করার সময় মূর্তিটি পাওয়া যায়। পাথরের মূর্তিটির ওজন প্রায় ৭৫ কেজি।
সূএ : বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম
Wohh exactly what I was searching for, thanks for putting up.