পঞ্চগড়ে স্কেভেটরবাহী ট্রাক্টর উল্টে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।শুক্রবার (১২ মার্চ) রাত ৩টায় পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মুক্তারুল (৩০) ও আব্দুর রহমান (৩২) তাদের দুজনের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী এলাকায়।
আহত ট্রাক্টরের হেলপার সুকুমার চন্দ্র রায় একই এলাকার পালানু বর্মের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে স্কেভেটরবাহী ট্রাক্টরটি ঠাকুরগাঁও যাওয়ার সময় পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকায় উল্টে যায়।
এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ট্রাক্টরের চালক ও স্কেভেটরের চালক ঘটনাস্থলে মারা যান।
পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় একজন ও নিহত দুজনের লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আতাহার সিদ্দিকী ২ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেন এবং আহত ১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
I wanted to thank you for this great read!! I definitely enjoying every little bit of it I have you bookmarked to check out new stuff you post…