পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া বেলুন বিক্রেতা ইউনুস আলী (৩৮) মারা গেছেন। আহত অবস্থায় গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ইউনুস আলী গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার আবদুল কাদেরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল এলাকায় শ্বশুরবাড়ির পাশে বসবাস করতেন। এ ঘটনায় আহত অপর তিন বেলুন বিক্রেতাসহ চারজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে গতকাল দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে ইউনুস আলীসহ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রহমতপুর এলাকার সাব্বির (২২), নওগাঁ সদর উপজেলার রাব্বি (২৫), ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল এলাকার হাফিজুল ইসলাম (২৬) এবং তেঁতুলিয়া উপজেলা সদরের কিশোর মো. ফয়সাল (১৪) গুরুতর আহত হন।
বিস্ফোরণের পর পুলিশ ও তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় ব্যক্তিদের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন এলাকা থেকে আসা বেলুন বিক্রেতাদের ছয়জনের একটি দল তেঁতুলিয়া শহরের চৌরাস্তা বাজারে আবদুর রহিম নামের একজনের দোকান ভাড়া নিয়ে থাকতেন। সেখান থেকে তাঁরা বেলুনে গ্যাস ভর্তি করে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বিক্রি করতেন। গতকাল দুপুরে তাঁরা ওই দোকানে বেলুনে গ্যাস ভরছিলেন। এ সময় বিকট শব্দে গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে বেলুন বিক্রেতা চারজন ও দোকানের পাশ দিয়ে যাওয়া স্থানীয় কিশোর গুরুতর আহত হয়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ইউনুস আলীর হাঁটু থেকে পা বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়।
সূএ: প্রথম আলো
I am no longer sure where you’re getting your information, but good topic. I must spend some time finding out much more or working out more. Thanks for fantastic info I used to be searching for this info for my mission.
I read this paragraph completely regarding the resemblance of hottest and preceding technologies, it’s remarkable article.
Feel free to surf to my web page :: CBD gummies for sleep
I’d like to find out more? I’d like to find out more details.
Feel free to visit my webpage; delta 8 thc for sale