গত ১৯ ফেব্রুয়ারী শুক্রবার রাতে গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের হাবু পাঁচমাথা গ্রামের শরিফুল ইসলাম এর ছেলে রাসেল বাবুকে আদালতের গ্রেপ্তারি পরায়ানার মূলে আটক করে গঙ্গাচড়া থানা পুলিশ। একই রাতে ৪ জন মাদক সেবীকে আটক করে গঙ্গাচড়া থানা পুলিশ। ভুলবশত শনিবার আমাদর প্রতিদিন পত্রিকার অনলাইন ও প্রিট পত্রিকাসহ কয়কটি অনলাইন পত্রিকায় প্রকাশিত খবরে অন্যান্য মাদক সেবীর সাথে রাসেল বাবুর নাম মাদক সেবী হিসাবে ছাপা হয়। প্রকৃত পক্ষে অনুসন্ধানে জানা যায় রাসেল বাবু মাদকের সাথে জড়িত নয়।
very Good
আসলেই সে মাদক সেবি নয়