নীলফামারীর জলঢাকায় মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠনগুলো সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন।
২১ এর প্রথম প্রহরে রাত ১২টা ০১মিনিটে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারের পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা ও থানা প্রশাসন। পরে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ,জলঢাকা উপজেলা স্কাউট, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, উপজেলা জাতীয়পার্টি , উপজেলা বিএনপি,প্রেস ক্লাব, রিপোটার্স ইউনিটি,সম্মিলিত সাংস্কৃতিক জোট,শতফুল ফুটতে দাও সংস্হা, পথের আলো সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পুষ্পমাল্য অর্পন শেষে শহীদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
নিরবতা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া,নবনির্বাচিত মেয়র ইলিয়াস হোসেন বাবলু সহ আরো অনেকে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা কৃষি অফিসার শাহ মুহাম্মদ মাহফুজুল হক,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃরেজওয়ানুল কবীর,উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক মর্তুজা ইসলাম,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,প্রভাষক অবিনাশ রায়,উপজেলা যুবলীগ নেতা লাভলু রশিদ, ছাত্রলীগের সাবেক সভাপতি নলনী বিশ্বাস সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৎসজীবিলীগ, কৃষকলীগ , প্রজন্মলীগ, তাঁতীলীগের, বিভিন্নস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply