বাড়ির নলকূপের পানি পান করে গাইবান্ধার সদর উপজেলায় একই পরিবারের ছয় জন অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ সবাইকে জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে তাদের গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে দুপুরে নলকূপের (টিউবওয়েল) পানি পান করে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে রাতে প্রতিবেশীরা তাদের হাসপাতালে নিয়ে আসেন।
অসুস্থ সকলের বাড়ি সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বারুইপাড়া গ্রামে। তারা হলেন, ধনপতি চন্দ্র সরকার (৫২), তার মেয়ে সাগরিকা রানী (২৫), ছোট ভাই মাধব চন্দ্র সরকার (৩৫), স্ত্রী কমলা রানী (৩০), ছেলে সাগর কুমার সরকার (১৬) ও সাধন কুমার সরকার (১৪)।
জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মারিফা জানান, রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় একই পরিবারের ছয় জনকে। অসুস্থ সবাই মাথা ঘোরা, হাত ও পা অবশ এবং পেটের ব্যথায় ভুগছেন। ধারণা করা হচ্ছে, খাবার পানি অথবা ফুড পয়জনিং (খাদ্যে বিষক্রিয়া) থেকে তারা অসুস্থ হতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনে তাদের শারীরিক পরীক্ষা করা হবে। চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে।
ধনপতি চন্দ্র ও তার ভাই মাধব চন্দ্র সরকার জানান, প্রতিদিনের মতো বাড়ির উঠানের টিউবওয়েলের পানি করেন পরিবারের লোকজন। দুপুরের খাবার সময়ে সবাই পানি পান করেন। এরপর থেকে তারাসহ স্ত্রী ও ছেলে-মেয়ে মাথা ঘোরা, হাত ও পায়ে দুর্বলতা অনুভব করে। সন্ধ্যার পর আরও বেশি অসুস্থ বোধ করলে প্রতিবেশীরা তাদের হাসপাতালে নিয়ে আসে।
এ বিষয়ে খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামাদ আজাদ জানান, পানি পান করে একই পরিবারের ছয়জন অসুস্থ হয়ে পড়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। ঘটনাস্থল পরির্দশনসহ টিউবওয়েলের পানি পরীক্ষার জন্য জেলা জনস্বাস্থ্য প্রকৌশলীকে ঘটনা অবগত করা হয়েছে।
Leave a Reply