গাইবান্ধার ফুলছড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ আলী (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলীর দক্ষিণ বুগাইল গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, বৃহস্পতিবার রাতে বাড়িতে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে ছিলেন মোহাম্মদ আলী। গভীর রাতে ঘরের দরজা ভেঙে দুর্বৃত্তরা ভিতরে ঢুকে মোহাম্মদ আলীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে রাতেই হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মোহাম্মদ আলী কৃষিকাজ ও রিকশা চালাতেন। পাশাপাশি তিনি নকল মুদ্রা ও নকল স্বর্ণের পুতুলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়ীক দ্বন্দ্ব-ভাগবাটোয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের স্ত্রী মর্জিনা বেগমের দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply