বয়স সবেমাত্র পনের বছর। পারিবারিক অভাব-অনটন করতে পাশে দাঁড়ায় রাসেল মিয়া।শুরু করে রিক্সা চালানো। অন্য দিনগুলোর মতই কাটছিলো তার জীবন। কিন্তু রিক্সা চালানো অবস্থায় হঠাৎ ট্রাকের ধাক্কায় সড়কে পড়ে থাকে তার প্রাণহীন নিথর দেহ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে এগারোটায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দেওয়ানেরখামার গ্রামের কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের শিমুলতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রিক্সাচালক রাসেল মিয়ার (১৫) বাড়ি উপজেলার পাইরেকছাড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামে। সে ওই গ্রামের মুকুল মিয়ার ছেলে। সাংসারিক অভাবে সে ব্যাটারী চালিত রিক্সা চালাতো বলে জানায় তার পরিবার।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে রাসেল মিয়া অটো রিকসা নিয়ে জয়মনিরহাট থেকে ভূরুঙ্গামারী বাসষ্টান্ডের দিকে যাচ্ছিল। এ সময় সে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের শিমুল তলা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তার রিকসাটিকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। খবর পেয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও পর্যন্ত ঘাতক ট্রাকটিকে খুজে পাওয়া যায়নি পলাতক রয়েছে।
Leave a Reply