কল্লোল রায়,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে চলমান গণহারে টিকা প্রদান কার্যক্রমের আজ ১০ম দিন।গত ৭ ফেব্রুয়ারী শুরু হওয়া এই কার্যক্রমের শুরুর দিকে টিকা গ্রহণকারী ও রেজিষ্ট্রেশনকারীদের সংখ্যা কম থাকলেও দ্রুতই তা বাড়তে থাকে।তবে কুড়িগ্রামে এই কার্যক্রমে সংখ্যার দিক থেকে পুরুষদের তুলনায় নারীরা পিছিয়ে আছেন ।
কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস সুত্র জানায়,আজ (১৭ নভেম্বর) জেলায় মোট ১হাজার ৮৪৩ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১হাজার ২৪৭ জন এবং নারী ৫৯৬ জন।এছাড়াও, আজকে সহ গত ১০ দিনে জেলার ৯ উপজেলার ৯টি বুথে করোনা ভাইরাসের ১ম ডোজের মোট টিকা নিয়েছেন ১২হাজার ৬৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ৯হাজার ৩৮৮ জন এবং নারী ৩হাজার ৮৯৫ জন। যা পুরুষদের তুলনায় অনেক কম। অপরদিকে জেলায় আজ বিকেল ৫ টা পর্যন্ত টিকার জন্য মোট ২১হাজার ২৫৪জন রেজিষ্ট্রেশন করেছেন বলেও জানায় সিভিল সার্জন অফিস।
কুড়িগ্রাম সদর হাসপাতালের বুথে টিকা নিতে এসেছেন মোল্লা পাড়া এলাকার সোমা ব্যানার্জী।টিকা গ্রহণের অভিজ্ঞতা না থাকায় ১ম ডোজ গ্রহণ করা বাড়ির অপর এক নারী সদস্যকে বুথে নিয়ে এসেছেন তিনি। টিকা গ্রহণ করার পর তিনি জানালেন, ‘আগে যেরকম ভয় ছিলো সেই ভয়টা কেটে গেছে।সবারই টিকা গ্রহণ করা উচিৎ।তার বাসার সকল নারী সদস্য(৪০ বছরের উর্ধ্বে) টিকা নিয়েছে বলেও জানান তিনি।
কুড়িগ্রাম পৌরসভা ৪নং ওয়ার্ডের বাসীন্দা আরতি দাস(৫৫)।গত রবিবার নিজে করোনার টিকা নিয়ে আজ ছেলের বউকে নিয়ে বুথে এসেছেন টিকা নিতে।তিনি জানালেন, ‘নারীরা বুথে আসছেনা,আমার বাড়ির বাকী নারী সদস্যরাও আসতে চাচ্ছেনা।তবে আমাদের সকলের সচেতন হয়ে টিকা গ্রহণ করা উচিৎ’।
কুড়িগ্রামে নারীদের নিয়ে কাজ করেন এমন একজন জুলিয়া জুলকার নাঈন। তিনি মনে করেন নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য পুরুষদের ভূমিকা অপরিসীম।কেননা যেহেতু ৪০ বছরের উপরে সাধারণ নাগরিক টিকার জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন তাই সেই বয়সের প্রায় নারীরা পারিবারিকভাবেই পুরুষ নিয়ন্ত্রিত হয়ে পড়েন। একারণে পুরুষদের এব্যাপারে মনোযোগী হওয়ার আহবানও জানান তিনি।
এব্যাপারে কুড়িগ্রাম সিভিল সার্জন হাবিবুর রহমান বলেন, ‘আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি।গত ১০ দিনে পুলিশ ও বিজিবির সদস্যরা সহ সরকারি চাকুরিজীবিরা টিকা নিয়েছেন, যাদের অধিকাংশই পুরুষ। এজন্য পুরুষের সংখ্যা বৃদ্ধি হয়েছে’।তবে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।
Leave a Reply