দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থীকে সুরমা আক্তারকে (১৬) বাঁচাতে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার। বর্তমানে অর্থাভাবে বিনা চিকিৎসায় নিজ বাড়িতে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।
জানা যায়, রংপুর মহানগরীর ১৯নং ওয়ার্ডের নীলকন্ঠ পশ্চিমপাড়া এলাকার আতারুল ইসলাম ৩য় কন্যা ও রাধাবল্লভ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী ছাত্রী সুরমা আক্তার সম্প্রতি জন্ডিসে আক্রান্ত হয়। এক পর্যায়ে সে হঠাৎ বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সুরমা আক্তার লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়ে দেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলোজি বিভাগের চিকিৎসক ডাঃ জিয়া হায়দার বসুনিয়ার তত্ত্বাবধানে ৩ সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পরে এমবিবিএস, এমডি (হেপাটোরিলিয়ারি সার্জারী) লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ জাবিউল ইসলামকে দেখানো হয়। তিনি জানিয়েছেন, সুরমা আক্তারের চিকিৎসা করাতে প্রায় ৪ লাখ টাকার প্রয়োজন। কিন্তু সহায়-সম্বলহীন দিনমজুর অসহায় পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়।
উল্লেখ্য, ৪ বছর বয়সে সুরমা আক্তারের মা আকলিমা বেগমের মৃত্যু হয়। এদিকে মেধাবী শিক্ষার্থী সুরমা আক্তারকে বাঁচাতে সমাজের দানশীলসহ বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন দিনমজুর পিতা আতারুল ইসলাম ও তার বোনেরা। সহযোগিতা পাঠানোর ঠিকানা- সঞ্চয়ী হিসাব নং- ০২০০০১৩৭১২৬৮৫, অগ্রণী ব্যাংক লিমিটেড, রংপুর মেডিকেল কলেজ শাখা অথবা বিকাশ নম্বর (বড় বোন আক্তারা বেগম)- ০১৭২৮-৭৩১৪১৭।
