আজ শুক্রবার বিকেল পাঁচটায় রংপুর নগরীর কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ১৮ নং ওয়ার্ড বিট পুলিশিং মুন্সিপাড়া ইউনিট এর আয়োজনে মাদক ব্যবসা বিরোধী ও ছিনতাই রোধ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাবেক রংপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মাসুদ নবী নুন্না। উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক রাহাত ইসলাম রনি ও ১৮ নং ওয়ার্ড মুন্সিপাড়া বিট পুলিশিং ইউনিটের সদস্যবৃন্দরা ও অত্র এলাকার সাধারণ জনগণ।


আলোচনা সভায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক রাহাত ইসলাম রনি বলেন, আমারা ১৮ নং ওয়ার্ড বিট পুলিশিং মুন্সিপাড়া ইউনিট আমাদের উদ্দেশ্য হচ্ছে, এই ওয়ার্ড থেকে মাদক বিক্রি এবং মাদক সেবনকারী নির্মূল করা। আমরা জানি এটি অনেক কষ্টসাধ্য কাজ, আমরা আমাদের চেষ্টা সর্বাত্মক রাখবো। এলাকার মুরুব্বিগণ ও প্রশাসন আমাদের সহযোগিতা করছে এভাবে আমরা এগিয়ে যেতে চাই।
