রাত পোহালেই ঈদ। শেষ মুহূর্তে প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপনে যেকোনো মূল্যে বাড়ি ফিরছেন যাত্রীরা। কিন্তু উত্তরাঞ্চলের ট্রেনের শিডিউল চরম বিপর্যয় হয়েছে আজ। নির্দিষ্ট সময়ের ১২ ঘণ্টা পরে পঞ্চগড়ের উদ্দেশে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়েছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি।
শুক্রবার (৮ জুলাই) রাত ১০টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি গতকাল স্টেশনে আসেনি। শনিবার (৯ জুলাই) সকাল ১০টায় ট্রেনটি স্টেশনে ঢুকে। এরপর ১০টা ৫০ মিনিটে যাত্রী নিয়ে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।
জানা গেছে, চারবার সময় পরিবর্তনের পর স্টেশন ছেড়েছে পঞ্চগড় এক্সপ্রেস। গতকাল রাত ১০ টা ৪৫ মিনিটে ছাড়ার শিডিউল থাকলেও ট্রেনটি ঠিক সময়ে স্টেশনে আসেনি। এরপর ছাড়ার সময় দেওয়া হয় রাত ৩টায়, তাও আসেনি। এরপর ভোর ৫টায় ও সকাল ৯টায় সময় দেওয়া হয়। সবশেষ সকাল ১০টা ১৫ মিনিট সময় দেওয়া হয়। এর মধ্যে সকাল ১০টায় ট্রেন আসার পর ছেড়ে যায় ১০টা ৫০ মিনিটে।
পঞ্চগড়ের মতো নীলসাগর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেসসহ উত্তরবঙ্গগামী অন্য ট্রেনগুলোও যেন সাধারণ মানুষকে ভোগান্তি দিতে প্রতিযোগিতায় নেমেছে।

দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস গতকাল রাত ৮টায় ছাড়ার কথা। সেটি স্টেশনে এসেছে আজ ভোর ৬টায়। স্টেশন ছেড়ে গেছে সকাল ৭টায়।
কুড়িগ্রাম এক্সপ্রেসের গতকাল রাত ৮টা ৪৫ মিনিটের গাড়ি স্টেশন ছেড়েছে রাত ১টার পরে।
খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ছাড়ার কথা ছিল সকাল ৮টা ১৫ মিনিটে। এরপর সকাল সাড়ে ১০টা, বেলা ১১টা ২০ মিনিট এবং সর্বশেষ ১১টা ৩৫ মিনিটে ছাড়ার সময় দেওয়া হয়।
ধুমকেতু এক্সপ্রেস ছাড়ার কথা ছিল ভোর ৬টায়, সেটি স্টেশন ছেড়ে গেছে সকাল ৮টায়।
