29.9 C
Rangpur City
Monday, August 15, 2022
Royalti ad

হিলিস্থলবন্দরে ভারতীয় ভুট্রা বোঝাই ট্রাক থেকে মদ, ফেন্সিডিল উদ্বার

-- বিজ্ঞাপন --

হিলি স্থলবন্দরে আমদানিকৃত ভুট্রা বোঝাই ভারতীয় ট্রাক থেকে বিভিন্ন নেশা জাতীয় মদ উদ্ধার করেছে কাস্টম কর্তৃপক্ষ। এসময় পণ্যসহ ১টি ট্রাক জব্দ করলেও এর চালক ও সহকারীকে আটক করতে পারেনি কাস্টম কতৃপক্ষ।

সোমবার (২০ জুন) রাত সাড়ে ৭ টা থেকে ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ভারতীয় ট্রাক কেবিনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় নেশার জাতীয় ইনজেকশন ১৩৬৩ পিস ও ম্যাজিক মোমেন্ট মদ ২ পিস, ইম্পেরিয়াল বুলু মদ ৪ পিস, হিমালয় কড়ি মদ ৪ পিস, ৭৫ বোতল ফেন্সিডিল, রয়েল স্টিক মদ ১৫, বিন্ডার পাইপ মদ ৫ পিস, ও ৭২ বোতল অফিসার চয়েস, সহ ভারতীয় মদ উদ্ধার করা করে। এ ঘটনায় ভারতীয় ট্রাক চালক পলাতক রয়েছে।

-- বিজ্ঞাপন --

হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো ভারতীয় পণ্য আমদানির পরে সেগুলো খালাসের কার্যক্রম নিয়ে ব্যস্ত সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস কর্মকর্তা কর্মচারী বন্দরের শ্রমিকরা। জাতীয় নিরাপত্তা গোয়ান্দা সংস্থা (এনএসআইয়ের) মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ভারত থেকে আমদানিকৃত ভুট্রা ট্রাক বোঝাই করে হিলি পানামা পোর্ট অভ্যন্তরে থেকে ভারতীয় ট্রাকে মাদক আছে, এমন সংবাদের ভিত্তিতে এনএসআই এবং কাস্টমসের একটি টিম পানামা পোট্রের অভ্যন্তরে অভিযান চালায়। ভারতীয় বিভিন্ন নেশা জাতীয় মদ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ভারতীয় মাদকগুলো কিভাবে বন্দরে প্রবেশ করল তার তদন্ত চলছে। যে পণ্যবাহী ট্রাকে মাদক পাওয়া গেছে সেই ট্রাক জব্দ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,637FollowersFollow
501SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles