দিনাজপুরের হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় ফ্যামেলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি পেয়ে খুশি সীমান্তবর্তী নিম্ন আয়ের মানুষরা। তবে এবার আগের থেকে প্রতিটি প্যাকেজ মূল্যে দাম বেড়েছে ১৫ টাকা।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় হিলি চারমাথা মোড়ে ৮ ম পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ট্যাগ অফিসার গোলাম রব্বানী।
উপজেলার ১০ হাজার ৫ শ ৭১ জনকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে এবার ৪২০ টাকা দরে ১ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল দেয়া হচ্ছে।
