দিনাজপুর হিলিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৩তম জন্মবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলা নির্বাহী অফিসার নুরে এ আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনউর রশিদ হারুন,
উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার দাস,হাকিমপুর থানা ইনচার্জ আবু সায়েম,সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক সোহারাফ হোসেন প্রতাপ, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম,হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক রাকিব হাসান ডালিম, প্রমুখ।
বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র জীবনীর উপর স্মৃতিচারণ করেন। আলোচনাসভা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
