‘ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল’ এ শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ডিসেম্বর) বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে হাকিমপুর হিলি পৌর সভার আয়োজনে ‘মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের’ ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এর আগে সকালে পৌর মেয়র জামিল হোসেন ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ- আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন,প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাহের আলী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদ,পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম, পৌর কাউন্সিলর, রফিকুল ইসলাম, খোকন আলী, দুলাল হোসেন, শামীম সরদার, রতন কুমার, ফারুক হোসেন ও মহিলা কাউন্সিলর চায়না বেগম, সাবেক ক্রিকেটার জাবেদ হোসেন রাসেলসহ আরও অনেকে।
টুর্নামেন্টের আয়োজক মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, খেলায় পৌর সভার মোট ৯ টি দল অংশ গ্রহণ করেন। শেষ পর্যন্ত চুড়ান্ত ফাইনাল খেলায় ২ নং ওয়ার্ড এবং ৩ ওয়ার্ড অংশ গ্রহণ করে। খেলায় ২ নং ওয়ার্ড ২০ ওভারে ১২০ রানে অলআউট হয়। পরে জবাবে ৩ নং ওয়ার্ড ২০ ওভার ৮ উইকেটে ১২১ রান করে জয় লাভ করে। প্রথম
তিনি আরও বলেন, চ্যাম্পিয়ন দলকে ২৫০০০ (পচিঁশ হাজার টাকা) ও ট্রফি এবং রানার্সআপ দলকে ১৫০০ (পনের হাজার টাকা) ও ট্রফি প্রদান করা হয়। প্রত্যক খেলোয়াড়কে গোল্ড মেডেল দেওয়া হয়েছে। এছাড়াও সর্বোচ্চ রানা সংগ্রহকারীকে ক্রেষ্ট দেওয়া হয়েছে। আগামীতে পৌর সভার আয়োজনে এধরণের খেলা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
